Home / আপনিও শেখান

আপনিও শেখান

আইটি বিষয়ে যা জানেন, তাই শেখান

শুধু আইটি বিষয়ে আপনি যাই জানেন তাই শেখাতে পারেন চাকোরিবিডিতে ।
যা/ যেটি প্রয়োজন:
* এটা অনলাইন কোর্স, আপনি দেশের যেকোন প্রান্তে বসেই কোর্স করাতে পারবেন। এজন্য আপনার বাসায় ব্রডব্রান্ড ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার থাকতে হবে।

* একটি ভাল মানের ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার/ল্যাপটপ (আইটি/ কম্পিউটার কোর্সের ক্ষেত্রে)
* একটি ভালো মানের হেডফোন
* একটি নিরিবিলি জায়গা/রুম।
যে কোর্সটি শেখাবেন, তার উপর কমপক্ষে ১ বছরের প্রাকটিক্যাল কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
* সর্বনিম্ন এইচ.এস.সি পাশ হতে হবে।
* মার্জিত এবং শুদ্ধ ভাষা জানতে হবে।
* সবোর্পরি সৎ, দায়িত্ববান, সময়নিষ্ঠ এবং মেধাবী হতে হবে।
= এছাড়াও ভিডিও কোর্সের ক্ষেত্রে প্রয়োজনীয় ক্যামেরা, লাইটিং, ট্রাইপড, মাইক্রোফোনসহ ভিডিও করতে যা যা প্রয়োজন চাকোরিবিডি আপনার বাসায়/অফিসে গিয়ে ভিডিও করবে। তবে উক্ত কোর্সের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বা কাঁচামাল প্রশিক্ষককে প্রদান করতে হবে।

প্রশিক্ষকদের নীতিমাল দেখুন

কখন ক্লাস (লাইভ ক্লাসের ক্ষেত্রে) :
সকাল (১০ টা থেকে ১১.৩০)
দুপুর ৩টা থেকে ৪.৩০ টা
বিকাল ৫টা থেকে ৬.৩০ টা
রাত: ৮টা থেকে ৯:৩০ টা
রাত: ১০টা থেকে ১১.৩০ টা

শিডিউল: শনি-সোম-বুধ/ রবি-মঙ্গল-বৃহস্পতি
ক্লাস মেয়াদ: ১ঘন্টা ৩০ মিনিট
কোর্স মেয়াদ: ৩মাস, ৪মাস, ৫ মাস।
ক্লাসের পরিমাণ: ১০ থেকে ৩৫টা।

বেতন/সম্মানী, লেকচার ফি ও সুবিধাসমূহ লাইভ কোর্সের ক্ষেত্রে:

চাকোরিবিডি.কম ক্লাস/লেকচার প্রতি পেমেন্ট করে থাকে। প্রাথমিকভাবে লেকচার ফি কোর্সের উপর, দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদির উপর নির্ভর করে আলাপ আলোচনা করে নেওয়া হয়। এরপর প্রতি ১ সেশন/ব্যাচ পর পর ১০০ টাকা হারে লেকচার ফি বৃদ্ধি পায় এবং শিক্ষক ব্যাচের শিক্ষার্থী প্রতি ১০% কমিশন পাবেন। এছাড়া শিক্ষকের রেফারেন্স এ কেউ কোর্সে অংশ নিলে শিক্ষক ২৫% কমিশন পাবেন। প্রতিটি ক্লাস রেকর্ড হয় এবং উক্ত রেকর্ড এর সম্পূর্ণ সত্ত্বাধিকার চাকোরিবিডি.কম । শিক্ষক কোন ক্লাসের রেকর্ড ব্যবসার উদ্দেশ্যে নিজে বা কাউকে হস্তান্তর করতে পারবেন না। একজন শিক্ষক সবোর্চ্চ ৬টি ব্যাচ নিতে পারবেন। প্রথম ৫০% ক্লাস শেষ করা হলে ২৫% পেমেন্ট করা হয় এবং ৭৫% শেষ হলে ৫০% পেমেন্ট করা হয়। পুরো কোর্স সম্পন্ন হওয়ার পর ক্লাস কনটেন্ট শেষ হলে ফুল পেমেন্ট করে দেওয়া হয়।

ভিডিও কোর্সের ক্ষেত্রে:

ভিডিও কোর্সের ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থী প্রতি সর্বোচ্চ ৯০% পর্যন্ত কমিশন পাবেন।

যেভাবে শেখাবেন:

আমাদের প্রতিটি কোর্সের সকল ক্লাস আমাদের চাকোরিবিডি.কম সাইটের ফিচার ও সফ্টওয়্যার ব্যবহার করে নিতে হবে, প্রতিটি ক্লাসের রেকর্ড অত্যাবশ্যক, আমাদের যেহেতু অনেকগুলো কোর্স এবং শিক্ষক তাই আপনার প্রতিটি ক্লাসের একমাত্র প্রমাণ হবে আপনার ক্লাসের রের্কডিং সমুহ।কিভাবে ক্লাস নিবেন তা দেখুন এই ভিডিওতে ।